স্থাপিতঃ ১৯৭২ ইং ।
কফিল উদ্দিন ডিগ্রী কলেজ চন্দ্রগঞ্জ
বাজার থেকে আধা কিলোমিটার
পশ্চিমে রাস্তার দক্ষিণ পাশে সুন্দর
মনোরম পরিবেশে ১৯৭২
সালে প্রতিষ্ঠিত হয়। পরিবেশগত দিক
থেকে কফিল উদ্দিন ডিগ্রী কলেজের
অবস্থান অত্যন্ত সুন্দর।
উত্তর পাশে মেঘনা সংযোগ খাল,
মহাসড়ক খালের পাড়ে, সারিবদ্ধ
পরিকল্পিত ফলজ, বনজ, ঔষধী গাছের
বাগান ছাত্রাবাস, শিক্ষক আবাসন।
পূর্বে পাশে দ্বিতল বিশিষ্ঠ লম্বা দালান,
দালানের ঠিক চারিদিকে সবুজ বনায়ন
সমৃদ্ধ বিশাল এক পুকুর, শান বাধানো ঘাট,
অনেকটা নীল অথচ স্বচ্ছ
জলরাশি অনেককেই বিমোহিত করে।
দক্ষিণ পাশে দ্বিতল, তিনতলা বিশিষ্ট
লম্বা দালান অকেটাই নৈসর্গিক পরিবেশ
দান করেছে। মাঝখানে বিশাল আকৃতির
মাঠ। আর এ মাঠেই এতদ অঞ্চলের প্রতিভু
খেলোয়াড়দের দক্ষতার পরিচয়
ঘটে প্রতিনিয়তই।
রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪
কফিল উদ্দিন ডিগ্রী কলেজ,চন্দ্রগঞ্জ ,লক্ষ্মীপুর । Lakshmipur Photo
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন