বুধবার, ১২ নভেম্বর, ২০১৪

হাসন্দী উচ্চ বিদ্যালয় Lakshmipur photo

হাসন্দী উচ্চ বিদ্যালয় ,লক্ষ্মীপুর ।
সংক্ষিপ্ত বর্ণনাঃ
হাসন্দী উচ্চ বিদ্যালয়টি লক্ষ্মীপুর
জেলাধীন সদর উপজেলাস্থ ০১ নং উত্তর
হামছাদী ইউনিয়ন এর অন্তর্গত ৫
নং ওয়ার্ডের হাসন্দী গ্রামে অবস্থিত ।
উক্ত প্রতিষ্ঠানটি সাবেক ৩৬
নং এবং বর্তমান ০৮
নং হাসন্দী হাসন্দী মৌজার ১২৭০
দাগের অন্তর্ভুক্ত ।উক্ত
শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৪৬ ইং সালে মহুরুম
মাষ্টার আইয়ুব আলী ভূঁইয়া সাহেব
এলাকার শিক্ষাবিদ এবং সুধীজনের
সহায়তায় ১৯৪৬ সালে এম, ই এবং ১৯৬২
ইং সালে নিম্ন মাধ্যমিক হিসেবে ও
১৯৬৯ ইং সালে মাধ্যমিক বিদ্যালয়
হিসেবে অত্র
বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন ।
বিদ্যালয়টি ০১/০৩/১৯৭৩
ইং সালে মাধ্যমিক বিদ্যালয়
হিসেবে বাংলাদেশ সরকার বাহাদুর
স্বীকৃতি অনুমোদন এবং অর্থায়নের
ব্যবস্থা করেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন