রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪

ভাই ভাই ক্লাব নির্বাচন ফলাফল vai vai klab Lakshmipur poddar bazar


# সভাপতি
দোয়াত কলম -৪২৪ ভোট
আনারস ১১ "
সহ সভাপতি
উড়োজাহাজ 295 ভোট
প্রজাপতি 210 "
ছাতা 227 "
বাই সাইকেল
জয়েন্ট # সেক্রেটারি
টেলিভিশন 226 ভোট
হাত পাখা 198 "
ক্রিড়া সম্পাদক
বাঘ 344 ভোট
ব্যাট 51 ভোট
প্রচার সম্পাদক
ফ্যান 333 ভোট
মাইক 44 "
হাতুড়ি 316
কলম 60
সাহিত্য ও সাংস্কৃতিক
আপেল 354
হাতি 41
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
হাস 223
মই 175
অর্থ বিষয়ক সম্পাদক
কাপ পিরিজ 251
তালা চাবি 154
কার্যকরী সম্পাদক
1 মোটর সাইকেল 294
2 টিয়া পাখি 282
3 পালকি 285
4 রিকসা 252
5 আম 255
6 জাহাজ 281
7 মুরগি

কফিল উদ্দিন ডিগ্রী কলেজ,চন্দ্রগঞ্জ ,লক্ষ্মীপুর । Lakshmipur Photo


স্থাপিতঃ ১৯৭২ ইং ।
কফিল উদ্দিন ডিগ্রী কলেজ চন্দ্রগঞ্জ
বাজার থেকে আধা কিলোমিটার
পশ্চিমে রাস্তার দক্ষিণ পাশে সুন্দর
মনোরম পরিবেশে ১৯৭২
সালে প্রতিষ্ঠিত হয়। পরিবেশগত দিক
থেকে কফিল উদ্দিন ডিগ্রী কলেজের
অবস্থান অত্যন্ত সুন্দর।
উত্তর পাশে মেঘনা সংযোগ খাল,
মহাসড়ক খালের পাড়ে, সারিবদ্ধ
পরিকল্পিত ফলজ, বনজ, ঔষধী গাছের
বাগান ছাত্রাবাস, শিক্ষক আবাসন।
পূর্বে পাশে দ্বিতল বিশিষ্ঠ লম্বা দালান,
দালানের ঠিক চারিদিকে সবুজ বনায়ন
সমৃদ্ধ বিশাল এক পুকুর, শান বাধানো ঘাট,
অনেকটা নীল অথচ স্বচ্ছ
জলরাশি অনেককেই বিমোহিত করে।
দক্ষিণ পাশে দ্বিতল, তিনতলা বিশিষ্ট
লম্বা দালান অকেটাই নৈসর্গিক পরিবেশ
দান করেছে। মাঝখানে বিশাল আকৃতির
মাঠ। আর এ মাঠেই এতদ অঞ্চলের প্রতিভু
খেলোয়াড়দের দক্ষতার পরিচয়
ঘটে প্রতিনিয়তই।

বুধবার, ১২ নভেম্বর, ২০১৪

হাসন্দী উচ্চ বিদ্যালয় Lakshmipur photo

হাসন্দী উচ্চ বিদ্যালয় ,লক্ষ্মীপুর ।
সংক্ষিপ্ত বর্ণনাঃ
হাসন্দী উচ্চ বিদ্যালয়টি লক্ষ্মীপুর
জেলাধীন সদর উপজেলাস্থ ০১ নং উত্তর
হামছাদী ইউনিয়ন এর অন্তর্গত ৫
নং ওয়ার্ডের হাসন্দী গ্রামে অবস্থিত ।
উক্ত প্রতিষ্ঠানটি সাবেক ৩৬
নং এবং বর্তমান ০৮
নং হাসন্দী হাসন্দী মৌজার ১২৭০
দাগের অন্তর্ভুক্ত ।উক্ত
শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৪৬ ইং সালে মহুরুম
মাষ্টার আইয়ুব আলী ভূঁইয়া সাহেব
এলাকার শিক্ষাবিদ এবং সুধীজনের
সহায়তায় ১৯৪৬ সালে এম, ই এবং ১৯৬২
ইং সালে নিম্ন মাধ্যমিক হিসেবে ও
১৯৬৯ ইং সালে মাধ্যমিক বিদ্যালয়
হিসেবে অত্র
বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন ।
বিদ্যালয়টি ০১/০৩/১৯৭৩
ইং সালে মাধ্যমিক বিদ্যালয়
হিসেবে বাংলাদেশ সরকার বাহাদুর
স্বীকৃতি অনুমোদন এবং অর্থায়নের
ব্যবস্থা করেন ।