৭নং বশিকপুর ইউনিয়ন
পরিষদ
বশিকপুর ইউনিয়ন লক্ষ্মীপুর জেলার সদর
উপজেলাধীন অর্থাৎ লক্ষ্মীপুরের
উত্তরাঞ্চলে অবস্থিত। লক্ষ্মীপুর সদর
উপজেলার এই উত্তরাঞ্চল মুক্তিযুদ্ধের
চারণ ভূমি হিসেবে ও বেশ
পরিচিতি রয়েছে। এই
ইউিনয়নটি একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন
যার আয়তন ১৪ বর্গ কিলোমিটার এবং এই
ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৪৭০০০
হাজার, এই ইউনিয়নে রয়েছে ১০৮
কি.মি. রাস্তা যার অধিকাংশই পাকা।
বশিকপুর ইউনিয়নে ১৯ টি গ্রাম
এবং এটি ৯ ওয়ার্ডে বিভক্ত।বাড়ীর
সংথ্যা ৫৭১ ও খানার সংখ্যা ৬৮৮৬।
ইউনিয়নের ১৯ টি গ্রামের মধ্যে বশিকপুর
গ্রামটি অন্য সব গ্রামের চাইতে বড়
বিধায় এর নামকরন করা হয়েছে বশিকপুর
ইউনিয়ন।ধারনা করা হচেছ ১৪২০
সালে এই চরন ভূমিটির জন্ম এবং মানুষ
চলাচল ও বসবাসের
উপযোগী হিসেবে গড়ে উঠা।
শুক্রবার, ৮ আগস্ট, ২০১৪
৭নং বশিকপুর ইউনিয়ন পরিষদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন